কল্যাণী AIIMS নতুন বছরের শুরুতে কর্মী নিয়োগ: যারা চাকরি প্রার্থীরা রয়েছো তাদের জন্য একটি সুসংবাদ ভারতীয় এমসে অর্থাৎ মেডিকেল সাইন্স অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সাইন্স সেখানে নিয়োগ করা হচ্ছে এই নিয়োগটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমসে নিয়োগ করা হচ্ছে এবং সেই ওয়েস্ট বেঙ্গল এমস তোমরা কোথায় অবস্থিত সেটা তোমরা সবাই জানো কল্যাণীতে এই এমসে নিয়োগ করা হচ্ছে।
পোস্টে যেখানে বেতন দেওয়া হবে 15000 টাকার উপরে যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে এই চাকরির জন্য কিন্তু হাতে সময় নেই 27 তারিখের মধ্যে এপ্লাই করতে হবে এবং এই ডকুমেন্ট নিয়ে 27 তারিখে উপস্থিত হতে হবে ওইখানে সমস্ত প্রশ্নপত্র যাচাই করে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এটা আছে অফিশিয়াল বিজ্ঞপ্তি যেখানে ওয়ার্ক ইন্টারভিউ হবে এই নিয়োগটি করা হচ্ছে এই নিয়োগটি করা হচ্ছে নন একাডেমিক এবং এই নিয়োগটি করা হচ্ছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার পক্ষ থেকে নিয়োগটি কেন করা হচ্ছে সবই বিস্তারিতভাবে জানাবো।
যে ডিপার্টমেন্টে নিয়োগ করছে সেই ডিপার্টমেন্টের নাম হলো অ্যানাটমি অ্যানাটমি ডিপার্টমেন্টে নিয়োগ করছে আনরিজার্ভদের জন্য একটি পোস্ট আছে যেখানে ইন্টারভিউ তারিখ 271 25 এ 27 তারিখে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং এমসিআই একটি ডিপার্টমেন্টে উপস্থিত হতে হবে 27 তারিখে ওইদিন হবে সমস্ত ইন্টারভিউ এবং ইন্টারভিউর পরে ডকুমেন্ট যাচাই করে নিয়োগ করা হবে পর্যালোচনা করে কেন নিয়োগ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ এখানে কন্টেক্ট চুল বেসিক নিয়োগ করা হচ্ছে।
এক বছর কন্টাক্টের জন্য নিয়োগ করা হচ্ছে এরা অর্থাৎ এমসকল্যাণী এখান থেকে ওয়েবসাইট থেকে সমস্ত বিজ্ঞপ্তি বা নোটিশ বা এর ফরমটা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন বা ডাউনলোড করে একে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করার পরে আপনাদের ফর্মটা এপ্লাই করতে হবে ফর্মটা লিখে দেওয়ার পরে 27 তারিখে এমসে উপস্থিত হয়ে সমস্ত ডকুমেন্ট হ্যান্ড ওভার করে দেওয়ার পরে তারা ইন্টারভিউ নেবে তো নোটিফিকেশন নিচে গেলে দেখতে পারবেন সমস্ত কিছু এবং এর জন্য যারা আবেদন করবেন তাদের অবশ্যই এখানে কোয়ালিফিকেশন এবং সমস্ত কিছু বিষয়ের উপর নির্ভর করে নিয়োগ করছে।
কোয়ালিফিকেশন সেখানে এমবিবিএস অর এমএসসি এই দুটোর মধ্যে একটি করলেই অ্যাপ্লিকেশনটি ফরমটি পূরণ করতে পারবেন এবং যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের এই দুটো কোয়ালিফিকেশন থাকলে তারা অবশ্যই আবেদন করে দেবেন এমএসসি অ্যানাটমি হুম অ্যানাটমি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে 27 তারিখে এখানে ইন্টারভিউর সময় উপস্থিত হতে হবে অ্যানাটমি বিভাগে এমসে গিয়ে এবং সেখানে 10:00 টার মধ্যে কিন্তু উপস্থিত হতে হবে এবং তাদের জানিয়ে দেওয়া হবে।
এখানে যে স্থানে হবে ইন্টারভিউ সেটা হলো এডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিটি রুম নিচে গেলে আমরা দেখতে পারবো বেতন বা স্কেল কাটামো 15600 থেকে শুরু করে গেট পে থাকছে 5400 টাকা লেভেল টেন হিসাবে এবং এটি পুরোটাই কিন্তু সরকারি ভিত্তিক নিয়োগ করা হবে এবার তোমার যদি পর্যবেক্ষণ করে তোমাকে যদি ভালো লাগে তাহলে সেই সময় এক বছরের জন্য কন্টাক্টচুল নিয়োগ করা হবে পরবর্তীকালে পারমানেন্ট করে দেওয়া হবে বয়স 30 বছরের মধ্যে হতে হবে যারা এসসি এসটি ওবিসি রয়েছো তাদের জন্য আলাদা বয়সের ছাড় দেওয়া হবে।
যারা পিডব্লিউডি বা ওপিএইচ ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য 10 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে এক্সট্রা ছাড়ের তোমরা ব্যবহার করো কারণ এক্সট্রা ছাড় কিন্তু অনেকটা বয়স দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসটাও অনেকটাই বেশি 1000 টাকা 100 অ্যাপ্লিকেশন ফিস এবং যারা ওবিসি ইডব্লিউএস আছো তাদের জন্য কিন্তু 100 টাকা ফিস কিন্তু তাদেরকে এই যে ফিসটা দেবে তারা তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে যখন পরীক্ষায় বসবে আর এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য একদম বিনামূল্যে কোন ফিস লাগবে না একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়াটি করতে পারবে তোমরা নিচে চলে আসতে পারলে আমরা দেখতে পারবো যে কোথা থেকে সমস্ত কিছু তথ্য প্রযুক্তি নিয়োগ অর্থাৎ এখানে নেওয়া যাবে।
যখন ইন্টারভিউ হবে তখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই এপ্লাই করতে হবে এপ্লাই করার পরে যারা ইন্টারভিউ নেবে তাদেরকে হ্যান্ড ওভার করে দিতে হবে এখানে প্রথম তো পাসপোর্ট সাইজের একটি ফটো নিতে হবে সে ফটোটা এখানে দিতে হবে ফুল নেম পুরো নাম দিতে হবে সেটা আবার ব্লক লেটারে লিখতে হবে বাবার নাম লিখতে হবে যারা মহিলা প্রার্থীরা রয়েছে এখানে তারা এখানে নিজের স্বামীর নেম বা হাজবেন্ড নেম এখানে লিখতে পারে পারবেন তারপরে আছে হলো এখানে এড্রেসের জন্য এখানে নিজের অ্যাড্রেসটা দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেসের জন্য যদি একই অ্যাড্রেস থাকে দুটো একই ভাবে দিতে হবে ইমেইল আইডি অবশ্যই দিয়ে দেবেন কারণ এখানে যারা ইন্টারভিউতে সিলেক্টেড হবে তাদের এখানে ফোন করে ডাকা হবে।
তাদের সাথে কমিউনিকেশন করে সমস্ত কিছু তথ্যপর নিয়োগের জন্য কথোপকথন বা কমিউনিকেশন হবে তার মাধ্যমে নিয়োগ করা হবে ডেট অফ বার্থ বসো বসো এখানে এই ফরম্যাটে বসাতে হবে কিন্তু তার জন্য ডেট অফ বার্থের এফিডেন্স দিতে হবে ন্যাশনালিটি এবং যিনি আবেদন করবেন যদি ছেলে বা মেয়ে হয়ে থাকো এখানে লিখে দিতে হবে ঠিক নয় এখানে লিখে দিতে হবে যদি মেল হয় ছেলে হয় তো সেক্ষেত্রে মেল আর যদি মহিলা হয় সেক্ষেত্রে মহিলা এখানে লিখে দিতে হবে ক্যাটাগরি আনরিজার্ভ ওবিসি এসসি এসটি যদি হয়ে থাকো নিচে এখানে লিখে দিতে হবে শর্টকাটে যেরকম আনরিজার্ভ আছে আর ইউ আর লিখে দেবেন যদি এসসি এসটি হয়ে থাকেন এসসি এসটি এখানে লিখে দিতে হবে।
সোনা বাবা এডুকেশন কোয়ালিফিকেশন ধ্যান করে লিখবেন এবং স্পষ্টভাবে লিখবেন যেটা মাধ্যমিক পাস থেকে শুরু করে এমএসসির যত কোয়ালিফিকেশন রয়েছে আজ পর্যন্ত সেই কোয়ালিফিকেশনটা এখানে পূরণ করে দিতে হবে আর যদি কোন অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটা অবশ্যই এখানে স্পষ্টভাবে লিখে দিতে হবে কারণ তাহলে বুঝতে পারবে যে অভিজ্ঞতাটা এই পর্যন্ত আছে তারপরে যে টাকাটা দিচ্ছেন ডিমান্ড ডার্ভের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা যেকোনো ব্যাংকের ব্যবহার করে ডিমান্ড ডার্ভ কেটে নেবেন।
সেই ডিমান্ড ডার্ভটা যে ছোট চিকুটা দেবে সেটা অবশ্যই এই অ্যাপ্লিকেশনের সাথে জুড়ে দেবেন জুড়ে দেওয়ার পর তাদেরকে হাতে দিয়ে দেবেন তো অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেকটাই ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো কোন কাঠছাট করা যাবে না অ্যাপ্লিকেশনে সমস্ত অ্যাপ্লিকেশন সমস্ত ডকুমেন্ট যা যা আছে নিজের কাছে সমস্ত ডকুমেন্টের সাথে টা 27 তারিখে এমসে যে ডিপার্টমেন্টে নিয়োগ করেছে সেই ডিপার্টমেন্টের হ্যান্ডওভার করে দিতে হবে এবং 27 তারিখে অবশ্যই এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে 9:00 টার সময় পৌঁছাতে হবে 9:30 টায় ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ হবে 10:00 টার সময়।