UDID কার্ড 2025: ইউডিআইডি কার্ড ইউনিক ডিজেবিলিটি আইডেন্টিটি হ্যাঁ বন্ধুরা ডিজেবিলিটি পার্সন অর্থাৎ বিকলাঙ্গ বা দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য এই কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই কার্ডটি ডিজেবিলিটি পার্সনদের জন্য বলতে পারেন একেবারে ব্রহ্মাস্ত্র এই কার্ড দিয়ে ডিজেবিলিটি পার্সনরা বা বিকলাঙ্গ ব্যক্তিরা বিভিন্ন ধরনের সরকারি তথা বেসরকারি সুযোগ সুবিধা পেতে পারে।
ইউডিআইডি কার্ডটা কি ইউডিআইডি কার্ডের সুবিধা কারা কারা পাবেন ইউডিআইডি কার্ড বৈশিষ্ট্যগুলো কি কি এই ইউডিআইডি কার্ড যদি আপনারা করতে পারেন প্রতি মাসে কমপক্ষে ৳1500 টাকা করে ভাতা পাবেন ইউডিআইডি কার্ডটা কি বন্ধুরা এর আগে দিব্যাং ব্যক্তি বা বিকলাঙ্গ ব্যক্তিদের জন্য এক একটা স্টেটে এ এক ধরনের আইডি কার্ড দেয়া হতো সেখানে নির্দিষ্ট কোন কার্ড ছিল না।
সেই ডিজেবিলিটি পার্সনদের জন্য তার প্রতিবন্ধকতা সার্টিফিকেট যে যার মতো তার রাজ্যে দিয়ে থাকতো কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইউডিআইডি কার্ডটা লঞ্চ করে এই কার্ডের মাধ্যমেই আপনারা সব রকম সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এই কার্ডের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন এই কার্ডের মাধ্যমে আপনারা সুবিধা পাবেন যেমন শিক্ষা অথবা পড়াশোনার ক্ষেত্রে সুবিধা পাবেন কোথাও ঘুরতে গেলে সেই সুবিধা পাবেন।
চাকরির ক্ষেত্রে সুবিধা পাবেন এছাড়া চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা পাবেন এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এই ইউডিআইডি কার্ডের মাধ্যমে বিকলাঙ্গ ব্যক্তিরা পেয়ে থাকে এবার প্রশ্ন ইউডিআইডি কার্ড কারা পাবে সাধারণত 21 টা ক্যাটাগরি ইউডিআইডি কার্ডের ওয়েবসাইটে দেওয়া আছে এই 21 টা ক্যাটাগরির ডিজেবিলিটি পার্সনরা ইউডিআইডি কার্ড বানাতে পারবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব লো ভিশন কম দেখা যেটা লেপ্রোসি কিউর টুসন হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ডিপ এন্ড হার্ড অফ হিয়ারিং লোকোমোটর ডিজেবিলিটি এই সমস্ত ডিজেবিলিটি পার্সনরা পাবেন।
বন্ধুরা এবার জানবো ইউডিআইডি কার্ডের সুবিধাগুলো কি বন্ধুরা শিক্ষার ক্ষেত্রে সুবিধা বিভিন্ন ধরনের শিক্ষার ক্ষেত্রে সেখানে যদি ইউডিআইডি কার্ড থেকে থাকে আপনারা বিভিন্ন ধরনের কোটার মাধ্যমে মার্কস কম থাকলেও সেই সুযোগটা পেয়ে থাকবেন দ্বিতীয়ত চিকিৎসার ক্ষেত্রে সুবিধা ডিজেবিলিটি পার্সনরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল প্রাইভেট এবং গভমেন্ট হসপিটালে এই ইউডিআইডি কার্ড দেখিয়ে কম খরচে এমনকি ফ্রিতেও তার বিভিন্ন ধরনের চিকিৎসার সুবিধা নিতে পারেন তিন নম্বর যে সুবিধা পাবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে সুবিধা হ্যাঁ বন্ধুরা ডিজেবিলিটি পার্সনদের জন্য বিভিন্ন সরকারি চাকরি এবং বিভিন্ন রেপুটেড বেসরকারী চাকরির ক্ষেত্রেও অনেক ছাড় আছে।
তাদের একটা কোটা থাকে এবং সেখানে খুব কম কোয়ালিফাইং মার্কসের মাধ্যমে তারা জয়েন করতে পারে এছাড়াও আরেকটি সবচেয়ে বড় সুবিধা যেটা আছে ইউডিআইডি কার্ডের মাধ্যমে বিভিন্ন রেলওয়ে যাত্রা ট্রেন যাত্রা যেটা যদি কোথাও করে থাকেন সেক্ষেত্রেও প্রচুর ছাড় আছে পাঁচ নম্বর সুবিধাটা পাবেন আপনারা প্রতি মাসে ইউডিআইডি কার্ডের মাধ্যমে ৳1500 ভাতা পাবেন বন্ধুরা এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা এই ইউডিআইডি কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন।
এবার চলে আসি ইউডিআইডি কার্ডের বৈশিষ্ট্যগুলিতে ইউডিআইডি কার্ড হচ্ছে এমন একটা ইউনিক আইডেন্টিটি কার্ড যেটা বিকলাঙ্গ ব্যক্তিদের জন্য মানে আগে অনেক কটা কার্ড ক্যারি করতে হতো এখন শুধুমাত্র ইউডিআইডি কার্ড যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনাদের একটা কার্ড হলেই হয়ে যাবে এবং তার মাধ্যমে আপনাদের যে ডিজেবিলিটি পার্সেন্টেজটা আছে এ একজন 40% 35% 90% 80% ডিজেবিলিটি থাকে তার নাম তার স্টেট তার জন্মতিথি তার অ্যাড্রেস এই সমস্ত ডিটেইলস ইউডিআইডি কার্ডের মধ্যে থাকে যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন ।
ইউডিআইডি কার্ডটা ব্যবহার করে এবং ক্যারি করা খুবই সহজ কারণ আগে দেয়া হতো একটা a4 সাইজ বা বড় সাইজের সার্টিফিকেট দেয়া হতো এই বিকলাঙ্গ ব্যক্তিদের প্রমাণপত্র হিসেবে ইউডিআইডি কার্ড দেওয়া হলে সেই কার্ডটা আপনাদের পার্টসে রাখা বা মানিব্যাগে রাখা বা পকেটে রাখা খুবই সহজ এবং যেটা আপনারা সহজেই এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবেন এবং তার ব্যবহারও করতে পারবেন দ্বিতীয়ত ইউডিআইডি কার্ড সাধারণত ইউনিক আইডেন্টিটি কার্ড হিসেবে পরিচিত হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং এই কার্ড ডিজিলকার আইডির মাধ্যমে আপনারা রেজিস্টার করতে পারেন।
ইউডিআইডি কার্ড ডিজিলকার আইডিতে রেজিস্টার করা থাকলে আমরা আপনাদের বলে দিই ডিজিলকার আইডি হচ্ছে এমন একটা ডিজিটাল আইডি বা ডিজিটাল পোর্টাল যেখানের মাধ্যমে যেখানে আপনারা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এডুকেশনাল যে ডিগ্রির তথ্যগুলো সেখানে আপনারা আপলোড করে রাখতে পারেন এবং সেইটা এমন একটা পোর্টাল যার মাধ্যমে আপনারা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে ওই ডিজিলকার আইডিতে এই সমস্ত ডকুমেন্টস রেজিস্টার করে থাকেন ডিজিলকার আইডি দিয়েই আপনাদের সমস্ত ডকুমেন্টস দেখাতে পারবেন।
মানে একটা ডিজিলকার আইডির মাধ্যমে আপনারা সব ডকুমেন্টস দেখাতে পারবেন বন্ধুরা যদি ডিজিলকার আইডি সম্পর্কে ভিডিও চান আমি অবশ্যই আরেকটা ডেডিকেটেড ভিডিও ভিডিও দেবো অবশ্যই কমেন্ট করবেন আমি ডেডিকেটেড একটা ভিডিও ডিজিলকার আইডি সম্পর্কে আমারে দিয়ে দেবো এবং কিভাবে তাতে রেজিস্টার করতে হয় কিভাবে জেনারেট করতে হয় সেটা আমি দেখিয়ে দেব ইউডিআইডি কার্ড কত প্রকারের হয় 80 শতাংশ বেশি যদি ডিজেবিলিটি থাকে সেক্ষেত্রে এই নীল বর্ডার দেওয়া ইউডিআইডি কার্ড আপনারা পাবেন।
যদি ডিজেবিলিটি পার্সেন্টেজ 50 শতাংশ বেশি থাকে সেক্ষেত্রে হলুদ বর্ডার দেওয়া ইউডিআইডি কার্ডটা পাবেন আর ডিজেবিলিটি পার্সেন্টেজ 30 শতাংশ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা সাদা বর্ডার দেওয়া ইউডিআইডি কার্ডটা পাবেন ইউডিআইডি কার্ড সম্পর্কে আপনারা সমস্ত তথ্য পেলেন এবার সবচেয়ে বড় বিষয় ইউডিআইডি কার্ডটা কিভাবে পাবেন।